বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত নৌসেনা অফিসার, পাঁচ দিন আগেই হয়েছিল বিয়ে

AD | ২৩ এপ্রিল ২০২৫ ০৮ : ৫৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। সকলেই পর্যটক ছিলেন। মঙ্গলবার দুপুরে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সেই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নৌসেনা অফিসারের। 

মৃতের নাম লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। ২৬ বছর বয়সী বিনয় হরিয়ানার কারনালের বাসিন্দা। সম্প্রতি বিয়ে করেছিলেন এবং কাশ্মীরে কিছুদিন ছুটি উপভোগ করছিলেন।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, কোচিতে কর্মরত বিনয় ১৬ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯ এপ্রিল বিয়ের সব অনুষ্ঠান সেরে ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন। 

মাত্র দু'বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং কোচিতে কর্মরত ছিলেন বিনয়। তাঁর মৃত্যুতে পরিবার এবং নৌবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। অনেকেই বিনয়কে ভবিষ্যতের একজন তরুণ অফিসার হিসেবে বর্ণনা করেছেন।

বিনয়ের প্রতিবেশি নরেশ বনসল এএনআই-কে বলেন, "চার দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। সবাই খুশি ছিল। আমরা খবর পেয়েছি যে জঙ্গিরা তাঁকে গুলি করেছে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।"

অনন্তনাগ জেলার পহেলগাম এলাকায় পর্যটকদের লক্ষ্য করে করা এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে অংশ নেন। বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ এবং কুপওয়ারার স্থানীয়রা একটি মোমবাতি মিছিল করেছে, অন্যদিকে জম্মুতে বজরং দলের কর্মীরা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পাহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে আখুর এলাকার খোদ গ্রামের স্থানীয়রা মোমবাতি মিছিলও করেছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, পহেলগাঁও জঙ্গি হামলায় মহারাষ্ট্রের পাঁচজন পর্যটকও প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গের এক পর্যটক প্রাণ হারিয়েছেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক সারেন। প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরে এসেছেন। 

ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ আক্রমণকারীদের ধরতে পহেলগাঁওয়ের বৈসরন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

দিল্লি পুলিশকে পর্যটন স্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


Pahalgam Terror attackKashmirIndian NavyJammu Kashmir Terror Attack

নানান খবর

নানান খবর

দিল্লি ফিরছেন শাহ, বুধ সন্ধেয় জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি!

বিশ্বব্যাংকের পূর্বাভাস: ভারতের অর্থনৈতিক বৃদ্ধি কমবে ৬.৩ শতাংশে

‘গণহত্যার ছক’ কষা হয়েছিল পাকিস্তানের মাটিতেই, বিস্ফোরক তথ্য গোয়েন্দা রিপোর্টে

এপ্রিলের তাপপ্রবাহ: জলবায়ু পরিবর্তনের বড় প্রভাব, আবার আসছে তীব্র গরমের ঢেউ

জঙ্গিদের সামনে মাথা নত করবে না ভারত, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন অমিত শাহ

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

সোশ্যাল মিডিয়া